অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করেছে দক্ষিণ আফ্রিকা। এক গবেষণায় দেশটিতে শনাক্ত হওয়া নতুন ধরনের করোনাভাইরাস প্রতিরোধে পুরোপুরি কার্যকর না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দক্ষিণ আফ্রিকার কোভিড-১৯ মোকাবিলার পরামর্শক কমিটির চেয়ারম্যান বলেন, স্বাস্থ্যকর্মীসহ করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদের এই টিকা প্রয়োগ শুরু হলেও নতুন ধরনের কোভিড মোকাবিলায় যথেষ্ঠ কার্যকর না হওয়ায় ভ্যাকসিন প্রয়োগ স্থগিত রাখা হয়েছে। অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে ১০ লাখ ভ্যাকসিন গ্রহণ করে দক্ষিণ আফ্রিকা।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে বলা হয়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত করোনার নতুন স্ট্রেইনের বিরুদ্ধে অল্পই সুরক্ষা দিতে পারবে। এরপরই ভ্যাকসিন প্রয়োগ স্থগিতের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।
Posted ৫:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin