প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর দ্বিবার্ষিক নির্বাচনে ঢাকা সেন্টারের চেয়ারম্যান পদে বিজয়ী ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর বোর্ড মেম্বার ইঞ্জিনিয়ার এম এম আবুল হোসেন তার দায়িত্ব বুঝে নিয়েছেন।
শনিবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিগত কমিটির চেয়ারম্যানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
এসময় আইইবি ঢাকা সেন্টারের ভাইস-চেয়ারম্যান হাবিব আহম্মেদ হালিম (মুরাদ), মুসলিম উদ্দিন এবং সম্মানীয় সম্পাদক কাজী খায়রুল বাশার তাদের দায়িত্ব বুঝে নেন।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের যুগ্ম সম্পাদক এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এম এম আবুল হোসেন আইইবি’র বিগত কমিটির
ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
Posted ১:২৩ অপরাহ্ণ | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin