কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. আলাল উদ্দিন নামে (৬০) এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জজ মিয়াকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার আচমিতা ইউনিয়নের পাইসকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলাল উদ্দিন পাইকসা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সন্ধ্যার পর আলাল উদ্দিন বাড়ির সামনে একটি দোকানে চা পান করতে যান। এ সময় একই গ্রামের মৃত মহিজ উদ্দিনের ছেলে জজ মিয়া (৪০) হঠাৎ হামলা চালায়। তিনি ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন আলাল উদ্দিনকে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে কটিয়াদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ জানান, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল জানান, হত্যাকারী জজ মিয়া অনেকটা মানসিক প্রতিবন্ধী। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
Posted ২:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin