তরুণ দুই শিল্পীর কণ্ঠে এবার শোনা যাবে কুমার বিশ্বজিতের সুরারোপিত গান। তরুণ এ দুই শিল্পী হলেন- রিয়েলিটি শো ‘সেরাকণ্ঠ’-এর ২০১৭ সালের চ্যাম্পিয়ন শেখ ফারজানা তাসনিম সুমনা এবং এই শোর একই সিজনের প্রতিযোগী মৌমিতা বড়ূয়া। এর মধ্যে সুমনার জন্য গীতিকবি লিটন অধিকারী রিন্টু আর মৌমিতার জন্য গান লিখেছেন আসিফ ইকবাল। কুমার বিশ্বজিৎ জানান, সুমনা ও মৌমিতা দু’জনের জন্যই তিনি ভিন্ন ধাঁচের দুটি গানের সুর করেছেন। যেগুলো তার অন্যান্য গান থেকে খানিকটা ভিন্ন আঙ্গিকের মনে হবে। তিনি বলেন, ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতা চলার সময়ই সুমনা ও মৌমিতার কণ্ঠ, গায়কি ভালো লেগেছিল। সে সময় থেকেই তাদের কণ্ঠ ও গায়কি সম্পর্কে ভালো ধারণা হয়েছে। যে জন্য সুর করার সময় কোন ধরনের গান তাদের কণ্ঠে মানানসই হবে, তা নিয়ে আলাদা করে ভাবতে হয়নি। যে সুরে তাদের গায়কির নিজস্বতা বেরিয়ে আসবে, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, আমার সুরে তাদের গাওয়া গান দুটি অনেকের ভালো লাগবে। কুমার বিশ্বজিতের সুরে গাইতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুমনা ও মৌমিতা দু’জনেই।
Posted ৬:২০ পূর্বাহ্ণ | বুধবার, ১১ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin