গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরে ভুট্টা ক্ষেতে ফেলে রাখা অজ্ঞাতপরিচয় (১৫) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী।
এর আগে সকালে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডি গ্রামের আন্ডারচরের ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের চোখে আঘাতের চিহ্ন আছে এবং তার গলায় ওড়না জাতীয় কিছু দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধের চিহ্ন পাওয়া গেছে বলে জানায় পুলিশ।
তবে এখন পর্যন্ত মরদেহের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। সেই সাথে জানা যায়নি কারা বা কীভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করা হয়। অজ্ঞাত ওই তরুণীর পরনে লাল-কালো রঙের জামা রয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যার পর ভুট্টা ক্ষেতে মরদেহ ফেলে রাখা হয়। মরদেহের পরিচয় সনাক্তসহ ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।
Posted ২:১৭ অপরাহ্ণ | রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin