রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ জানুয়ারি) রাতে নিজ ঘর থেকে শিশির আক্তার কলি (২৬) নামে ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, ঘটনার সময় বাড়িতে কলি ছাড়া অন্য কেউ ছিল না। এ সময় বাজার থেকে ওই বাসার অন্য এক ভাড়াটিয়া কলির কাছে চাবি চাইতে আসে। অনেক ডাকাডাকি করেও কলির কোনো সাড়া পাওয়া যায় নি। পরে ঘরের দরজা ভেঙে দেখেন কলি গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কলির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Posted ১২:১৪ অপরাহ্ণ | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin