ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকে আছে পাঁচটি ফেরি।
এতে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাট এলাকায় আটকে পড়েছে তিন শতাধিক যানবাহন। ফলে দুর্ভোগে পড়েছেন যানবাহন চালক ও সাধারণ যাত্রীরা।
দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসি ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনী জানান, কুয়াশার কারণে মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত ৮টা থেকে ফেরি চলাচল ব্যাহত হতে থাকে। রাত ১০টায় কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
Posted ৩:৩৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin