ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী (১৪) দ্বিতীয় দফায় ধর্ষণের শিকার হতে গিয়ে কিটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চলায়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর ভাই বাদী হয়ে শনিবার রাতে বিজয়নগর থানায় মামলা দায়ের করেছেন।
মো. আরমান মিয়া (১৮) নামে অভিযুক্ত বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পেশায় অটোরিকশা আরমান মিয়া উপজেলার চম্পকনগরের ইউনিয়নের চম্পকনগরের বাদেহারিয়া গ্রামের শাহ আলমের ছেলে। আরমান পেশায় অটোরিকশা চালক।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ওই স্কুলছাত্রীর বাড়ির পাশে বখাটে আরমান মিয়ার নানা বাড়ি। গত ১৩ জুলাই রাতে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে আগে থেকেই ওঁৎ পেতে থাকা আরমান গামছা দিয়ে স্কুলছাত্রীর নাক ও মুখ বেঁধে বাড়ির রান্নার ঘরে গিয়ে তাকে ধর্ষণ করে। বিষয়টি লজ্জায় পরিবারের কাউকে জানায়নি ওই স্কুলছাত্রী।
গত শুক্রবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে ওই স্কুলছাত্রী নিজ বাড়ি থেকে তার দাদা বাড়ি যাওয়ার সময় আরমান ওই ছাত্রীকে ঝাপটে ধরে গ্রামের ঝোপঝাড়ে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ অবস্থায় বাড়িতে গিয়ে ওই স্কুলছাত্রী কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। ওই স্কুলছাত্রীকে প্রথমে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, এ ঘটনায় শনিবার রাতে ওই স্কুলছাত্রীর ভাই থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ বখাটে আরমানকে গ্রেপ্তার করেছে। ওই স্কুলছাত্রী ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Posted ৬:১৫ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin