নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় দফায় নির্বাচনে জিতে ইতিহাস গড়লেন জেসিন্ডা আর্ডান। এ নিরঙ্কুশ বিজয়ের পিছনে করোনাভাইরাস মোকাবেলায় তার নেতৃত্বাধীন সরকারের সফলতা ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
এ পর্যন্ত ৭৭ ভাগ ভোট গণনা করা হয়েছে। আর্ডানের মধ্য বামবন্থী লেবার পার্টি ৪৯ ভাগ ভোট পেয়েছে। ১৯৯৬ সালে প্রবর্তিত নতুন রাজনৈতিক ব্যবস্থায় নিউজিল্যান্ডে কোনো দলই সংখ্যাগরিষ্ঠ ভোট পায়নি। তবে জেসিন্ডার দল সেই রেকর্ড ভেঙে দিতে যাচ্ছে বলেও আশা করা হচ্ছে।
লেবার পার্টির মূল প্রতিদ্বন্দ্বী দল মধ্য ডানপন্থী ন্যাশনাল পার্টি ২৭ ভাগ ভোট পেয়েছে। দলটির নেতা জুডিথ কলিন্স বলেছেন, তিনি আর্ডানকে কল করে পরাজয় মেনে নিয়েছেন এবং নির্বাচনে লেবার পার্টি অসাধারণ ফল করায় আর্ডানকে অভিনন্দন জানিয়েছেন।
Posted ১১:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin