ধর্ষণের অভিযোগ উঠার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে লড়াইয়ের আগ্রহ প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। ট্রাম্পের চেয়ে, মার্কিন সরকারের ভাবমূর্তি রক্ষার্থেই মার্কিন বিচার বিভাগ এমন ব্যতিক্রমী পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে ট্রাম্পের পক্ষে কাজ করায় এর আগেও মার্কিন বিচার বিভাগের সমালোচনা হয়েছে।
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট পদে প্রার্থিতার ঘোষণার পর থেকে ট্রাম্পের বিরুদ্ধে একের পর এক যৌন হয়রানির অভিযোগ উঠে। এবারের অভিযোগটি একজন কলাম লেখকের। ২০১৯ সালের নভেম্বরে সাক্ষাৎকার দেওয়ার সময় ট্রাম্প অভিযোগটি অস্বীকার করেন। এপরপরই তার বিরুদ্ধে মামলা করেন ই. জিন ক্যারোল নামের সেই কলাম লেখক।
১৯৯০ এর দশকে বিলাসবহুল ম্যানটহাটন ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে সেই ধর্ষণের ঘটনা ঘটে অভিযোগ করা হয়েছে। তবে ট্রাম্প বলেছেন, এ যৌন হয়রানির দাবি ‘পুরোপুরি মিথ্যা’ এবং বাদীনিকে তিনি ‘জীবনেও দেখেননি’।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, ই. জিন ক্যারোল নামের সেই নারীর করা অবমাননা মামলায় ট্রাম্পের হয়ে লড়তে আগ্রহী।
সূত্র: ওয়াশিংটন পোস্ট
Posted ৫:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin