চীনের প্রযুক্তি জায়ান্ট আলিবাবার এক নারী কর্মী ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি মদ্যপ অবস্থায় অচেতন থাকার সুযোগে তার এই পুরুষ বস পূর্বাঞ্চলীয় জিনান নগরীর একটি হোটেলে তাকে ধর্ষণ করেন। এই অভিযোগে ম্যানেজারকে চাকরিচ্যুত করতে চলেছে প্রতিষ্ঠানটি।
প্রধান নির্বাহী কর্মকর্তা ডানিয়েল ঝাং বলেছেন, অভিযুক্ত ওই ম্যানেজারকে বরখাস্ত করা হবে। তাকে আর নিয়োগ দেওয়া হবে না। নির্যাতিত ওই নারীর কল্যাণের দায়দায়িত্ব নেবে আলিবাবা। আমরা তার দেখাশোনার জন্য যথাসম্ভব সবকিছু করব।
ধর্ষণের শিকার নারী জানান, ম্যানেজার তাকে একজন মক্কেলের সঙ্গে দেখা করাতে জিনান নিয়ে যান। নৈশভোজের সময় অ্যালকোহল পানের নির্দেশে দেন। পরদিন চেতনা ফিরলে নিজেকে হোটেল কক্ষে কাপড়হীন দেখেন। রাতের ঘটনা স্মরণ করতে না পারায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করে দেখেন, ম্যানেজার সেই রাতে চারবার তার রুমে প্রবেশ করেছেন
Posted ৮:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin