বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অঞ্জনা বলেছেন, ‘ সে ঘরের মধ্যে কি করলো সেটা আমাদের দেখার বিষয় না। কিন্তু তার ব্যক্তিগত কোনো অপরাধ বা কর্মকাণ্ড যদি জনসম্মুখে চলে আসে তখনই শিল্পী সমিতির দেখার বিষয়।
তিনি বলেন, ‘একটি শিল্পী তৈরি হতে অনেক সময় লাগে। কিন্তু একটি শিল্পী ধ্বংস হয়ে যেতে এক সেকেন্ডও লাগে না। আমরা কিন্তু উদাহরণস্বরূপ পরীমনি ও একার ব্যাপারটা বলতে পারি। আমার ইন্ডাস্ট্রির শিল্পীরা যারা নতুন এসছো- তাদেরকে অনুরোধ করবো এখন থেকেই সাবধান হয়ে যাও। কারণ প্রশাসন কিন্তু কাউকে ছাড় দেবে না।’
তিনি আরো বলেন, ‘পরীমনি বলেছে- শিল্পী সমিতি আমার পাশে নেই। কিন্তু এটি পুরোপুরি ভুল। তাকে সেক্রেটারি চিঠি দিতে বলেছিলেন, কিন্তু সে দেয়নি। নিজে সংবাদ সম্মেলন করে অনেক ভুল তথ্য দিয়েছেন পরীমনি।’
Posted ১:১৯ অপরাহ্ণ | রবিবার, ০৮ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin