নওগাঁর বদলগাছীতে চোলাইমদসহ শাওন বাবু ওরুফে কমলেশ হরিজন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। বুধবার সন্ধ্যায় উপজেলার চাপাডল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাওন বাবু জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার জামালগঞ্জ রেলগেট (খালাসীপাড়া) গ্রামের মৃত রতন বাবু গুরুচরন এর ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার লে. কমান্ডার তৌকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বদলগাছী উপজেলার চাপাডল গ্রামে অভিযান পরিচালনা করেন র্যাব সদস্যরা। এ সময় ৩০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী শাওন বাবু ওরুফে কমলেশ হরিজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন বাবু দীর্ঘদিন ধরে চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে বদলগাছী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
Posted ৬:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin