বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নূর ইসলাম রকি (২২) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। সে ভাটরা ইউনিয়নের শ^শীনগর গ্রামের আবদুস সালামের ছেলে এবং সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র।
সোমবার সকালে ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রোববার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে কুমিড়া পন্ডিতপুকুর বাজারে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার রাত ৯ টার দিকে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে কুমিড়া পন্ডিতপুকুর বাজারে পিছন দিক থেকে মোটরসাইকেলে ট্রাক ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা নূর ইসলাম রকি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রকি ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তার মৃত্যুতে ছাত্রলীগের নেতাকর্মীসহ নানা শ্রেণির পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
Posted ১১:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin