ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত ‘নবী মুসা’ মসজিদে ডিজে পার্টি করার অভিযোগে দেশটির শীর্ষ ডিজে সামা আব্দুল হাদিকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের পর তাকে ১৫ দিনের রিমান্ড দিয়েছেন ফিলিস্তিনের আদালত।
শনিবার( ২৬ ডিসেম্বর) রাতে ওই মসজিদটিতে ড্যান্স পার্টির আয়োজন করে কয়েকজন তরুণ-তরুণী। ওই স্থান থেকেই ডিজে সামা আব্দুলসহ আরো তিনজনকে গ্রেফতার করে ফিলিস্তিনের আইন-শৃঙ্খলা বাহিনী।
নবী মুসা মসজিদ স্থানটি মুসলিমদের কাছে একটি পবিত্র স্থান। বিশ্বাস করা হয়, এই স্থানটিতেই মুসা (আ) কে কবর দেয়া হয়েছিল। এদিকে মসজিদে আয়োজিত ডিজে পার্টির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় ফিলিস্তিনিরা।
ফিলস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ জানিয়েছেন এই ঘটনার তদন্ত করা হচ্ছে। এমন ঘটনায় জড়িত প্রমাণিত হলে সবারই শাস্তি পেতে হবে বলেও জানিয়েছে ফিলিস্তিন সরকার।
Posted ১:০৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin