বাংলাদেশ ক্রিকেট দলের স্থগিত থাকা শ্রীলঙ্কা সফর হতে পারে এপ্রিলে। সোমবার (২৮ ডিসেম্বর) এমনটা জানিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
কতো নাটকই না হলো একটা সিরিজ নিয়ে! কোয়ারেন্টিন ইস্যুতে দুই বোর্ডের মতানৈক্য, দফায় দফায় কোভিড টাস্কফোর্সের সঙ্গে মিটিং- শেষ পর্যন্ত সব থেমেছে সিরিজ স্থগিতের মধ্য দিয়ে। এরপর প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বরে এ সিরিজটি আয়োজনের কথা ছিলো। কিন্তু, আলোচনার ভিত্তিতে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর ৮ মাস এগিয়ে আনার চেষ্টা করছে বিসিবি ও এসএলসি।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন এ বিষয়ে বলেন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কথা চলছে। এই প্রস্তাবটা শ্রীলঙ্কা বোর্ড থেকেই এসেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সিরিজটা স্থগিত হয়েছিলো, সেটা নিয়েই কথা হচ্ছে। এপ্রিলকে টার্গেট করে এগোচ্ছি আমরা। কারণ বাংলাদেশ এবং শ্রীলঙ্কা-দু’দেশেরই ওই স্লটটা ফাঁকা আছে।
এপ্রিলের বাকি ৪ মাস। এর অনেক আগেই মাঠে ফিরছে টাইগাররা। ১০ জানুয়ারি ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল। মহামারীর মধ্যে ৯ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের আগে আলাদাভাবে ভাবতে হচ্ছে বায়ো-বাবল নিয়ে।
প্রধান নির্বাহী বলেন, দু’টো টুর্নামেন্ট আমরা সফলভাবে সম্পন্ন করেছি। একটা তিন দলীয়, আরেকটা পাঁচ দলীয়। এই দুই আসরে আমাদের একটা বিশেষজ্ঞ টিম দাঁড়িয়ে গেছে। তারা এখন জানেন, কোন জায়গাটা কঠোরভাবে মেইনটেইন করতে হবে। তিন দল আর পাঁচ দলেরটা যেহেতু পেরেছি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ তো দুই দলের। এটা আমাদের জন্য আরও সহজ হবে।
Posted ২:৫৮ অপরাহ্ণ | সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin