নিলয় আলমগীর, কল্যাণ কোরাইয়া, তানিয়া বৃষ্টিÑনাটক, টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাদের নিয়ে নাট্য নির্মাতা আদিত্য জনি নির্মাণ করেছেন তিনটি একক নাটক। এগুলো হলোÑ‘তুমি কথা রাখোনি’, ‘নায়িকাপ্রীতি’ ও ‘তোমার নাম কি?’। তিনটি নাটকই রচনা করেছেন মিজানুর রহমান বেলাল। সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরে নাটক তিনটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ‘তোমার নাম কি’ নাটকের গল্পে দেখা যাবে, একজন অচেনা-অজানা মেয়ের উপস্থিতিতে চৌধুরী বাড়ির ছেলের বিয়ে ভেঙে যায়। মেয়েটি কথা বলতে পারে না। পুরো বাড়ি ও মহল্লায় মেয়েটিকে নিয়ে কৌতূহল তৈরি হয়। থানা-পুলিশ, খবরের কাগজ মেয়েটিকে নিয়ে নানা ঘটনার জন্ম দেয়। নাম না জানা মেয়েটিকে নিয়ে চৌধুরী পরিবার ভয়ংকর সমস্যায় পড়ে। একপর্যায়ে মেয়েটির সঙ্গে চৌধুরীর ছেলের সম্পর্ক তৈরী হয়। এ নিয়ে শুরু হয় আরেক সংকট। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑতানিয়া বৃষ্টি, নিলয় আলমগীর, রেবেকা, আজম খান, শুভ রাজ, সায়মা রুশা, রুস খান, কাকা মাসুদ, শান্তা প্রমুখ। প্রেম-ভালোবাসা ও যাপিত জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে গড়ে ওঠেছে ‘তুমি কথা রাখোনি’ নাটকের গল্প। এক প্রেমিকযুগল একটি কথা না রাখার কারণে নানা সমস্যায় পড়ে তাদের পরিবার। এমনকি পাড়া-মহল্লা ও সমাজে এ নিয়ে কিছু ঘটনা ঘটে, যা কেউ-ই প্রত্যাশা করেনি। বর্তমান নগরের যাপিত জীবনের হাহাকার, বেদনা, হাসি-কান্না ফুটে ওঠেছে নাটকের গল্পে। সেই সঙ্গে মধ্যবিত্ত মানুষের সম্পর্ক ভাঙা-গড়ার বিভিন্ন ঘটনার কারণে স্বাভাবিক জীবনের নানা অসঙ্গতির মেসেজ নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘তুমি কথা রাখোনি’। এতে অভিনয় করেছেনÑনিলয়, হিমি, আজম খান, রেবেকা, শুভ রাজ, রুস খান, বনি আমিন, টুটুল প্রমুখ। ‘নায়িকাপ্রীতি’ নাটকের গল্পে দেখা যাবে, একজন জনপ্রিয় নায়িকার স্বাভাবিক জীবন-যাপন। সুখ-দুঃখ ও স্বাভাবিক জীবনে নানা সমস্যা নিয়ে তারা কীভাবে দিন পার করেন। একজন নায়িকা হয়ে উঠার পেছনে কারকার অবদান থাকে। ভক্তদের ভালোবাসা কখনো কখনো কি রকম অসহ্য পীড়া হয়ে যায়! কীভাবে একজন নায়িকার সংসার ধুলিঘরের মতো অনায়াসে ভেঙে পড়ে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑআরফান আহমেদ, হিমি, কল্যাণ কোরাইয়া, রেবেকা, আনোয়র, শুভ, রুস খান প্রমুখ। পরিচালক আদিত্য জনি বলেন, তিনটি গল্পের কনসেপ্টই অসাধারণ। সমাজ ও পরিবারের মেসেজ আছে। আর এ তিনটি নাটকই রচনা করেছেন মিজানুর রহমান বেলাল। আশা করছি, দর্শকরা আনন্দ পাবেন। খুব শিগগির নাটক তিনটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
Posted ১:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin