শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক চাপায় সুবর্ণা আক্তার (৭) নামে এক মেয়ে শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কের পাঁচগাঁও বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার হোসেন আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে পাঁচগাঁও বাজারের তিন রাস্তার মোড় ছায়া গাছতলা এলাকা দিয়ে রাস্তা পাড় হচ্ছিল সুবর্ণা। এ সময় শেরপুর থেকে নালিতাবাড়ীগামী একটি খালি ট্রাক শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সুবর্ণা। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটিকে পাশের সন্যাসীভিটা বাজারে আটক করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ১২:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin