খুলনায় নিজ বাড়ি থেকে বিএনপি নেতা এমএ ছালেকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মুজগুন্নী মেলার মাঠ এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সালেক খালিশপুর থানা বিএনপির সাবেক সহদফতর সম্পাদক ও খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন।
খালিশপুর থানার ওসি মো. সাব্বিরুল আলম জানান, মুজগুন্নী মেলার মাঠ এলাকায় নিজ ঘরের ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় সালেকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে খালিশপুর থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
তবে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে সালেক গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
Posted ৪:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin