নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে হবে। এটিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। যারা নির্বাচন করবে না তারা থেকে ছিটকে যাবে।
সোমবার বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত ফ্রানসিস্কো দ্য আসিস বেনিতেজ সালাহ’র (Francisco de Asus Benitez Salas) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নৌপ্রতিমন্ত্রী বলেন, সংসদ নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন। এটি অন্যসব নির্বাচন থেকে এটি আলাদা। এতে মানুষের আগ্রহ আছে। উৎসবমুখর পরিবেশে আগামী নির্বাচনের মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিচ্ছেন প্রার্থীরা। মানুষ আগ্রহ নিয়ে দেখছে তাদের এলাকায় কে প্রার্থী হচ্ছেন।
তিনি আরো বলেন, পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) কাউন্সিল নির্বাচনে ‘বি’ ক্যাটাগরিতে স্পেন বাংলাদেশের সমর্থন চেয়েছে। আইএমও কাউন্সিল নির্বাচনে বাংলাদেশও ‘সি’ ক্যাটাগরিতে স্পেনের সমর্থন চেয়েছে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ-স্পেন সুসম্পর্ক দীর্ঘদিনের। আমাদের দেশে মিলিটারি ও পুলিশ সেক্টরে কাজ করছে তারা। বাংলাদেশের গার্মেন্টস পণ্য আমদানির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ ৪টি দেশের মধ্যে স্পেন অন্যতম। এছাড়া বাংলাদেশের এগ্রিকালচার ও পাওয়ার সেক্টরেও স্পেন কাজ করছে।
Posted ৮:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ২০ নভেম্বর ২০২৩
dailymatrivumi.com | Mohammad Salahuddin