৯২ বছর বয়সী বৃদ্ধা মাকে নির্যাতন করে ঘর থেকে বের করে দিতে চেষ্টা করল তারই ওরশজাত আদরের সন্তান। আর এই খবর পেয়ে সেই মায়ের কাছে গিয়ে তাকে পরম শ্রদ্ধা-ভালোবাসা দিলেন সীতাকুণ্ডের সার্কেল এডিশনাল এসপি শম্পা রানী সাহা ও ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা। শুধু তাই নয়, দুজনেই কড়া হুঁশিয়ারি দিয়ে সতর্ক করেছেন অধম সেই সন্তানকে। মায়ের যত্ন না নিয়ে আর কখনো নির্যাতনের কথা শোনা গেলে উচিত শিক্ষা দেওয়া হবে। ফলে আপাতত নিরাপদে আছেন সেই মা। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের ইয়াকুবনগর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌর সদরের ১নং ওয়ার্ডের অন্তর্গত ইয়াকুবনগর গ্রামের মৃত নুরুল আলমের স্ত্রী জরিপা বেগম (৯২) নামক এক বৃদ্ধ বার্ধক্যজনিত কারণে ঘর ময়লা করায় ক্ষিপ্ত হয়ে তার ছোট ছেলে মো. জসীম উদ্দিন ও বৌমা তাকে মারধর করে। গত মঙ্গলবারের এ ঘটনার পর বৃদ্ধা ঘটনাটি থানায় জানালে রাতেই সেখানে ছুটে যান সীতাকুণ্ড থানার ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা ও দুইজন সাব ইন্সপেক্টর।
তারা ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন বার্ধক্যজনিত কারণে মা ঘর ময়লা করায় মাকে ছেলে ও পুত্রবধূ নির্যাতন করেছে। এসময় পুলিশ ছেলেকে খুঁজলেও তাকে পাওয়া যায়নি। তবে ওসি ছেলের বৌকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আর কখনো যদি এই মায়ের ওপর নির্যাতনের কথা শোনা যায় তবে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বুধবার দুপুরে ঘটনাস্থলে ছুটে যান সীতাকুণ্ড সার্কেলের এডিশনাল এসপি শম্পা রানী সাহাও। তিনি বৃদ্ধা জরিপা খাতুনের জন্য এক মাসের নানারকম খাবার ও প্রয়োজনীয় ওষুধ কিনে দেন।
পাশাপাশি অভিযুক্ত ছেলের স্ত্রীকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, মা নির্যাতনকারীকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। ভবিষ্যতে এ বৃদ্ধার ওপর যদি একটুও নির্যাতন হয় তাহলে সবার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আর কোনো ছাড় দেওয়া হবে না। পরে তারা ভবিষ্যতে মাকে যত্নে রাখবে বলে প্রতিশ্রুতি দেন। এসময় এডিশনাল এসপি বৃদ্ধাটিকে শান্তনা দেন। বৃদ্ধা মাও এডিশনাল এসপিকে জড়িয়ে ধরে দোয়া করেন।
Posted ১:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin