করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বিমান ধরেছেন। পরশু গভীর রাতে ঢাকায় পৌঁছে কাল দ্বিতীয় দফা করোনা পরীক্ষা করিয়েছেন সাকিব আল হাসান। বিকেলে তাঁর বনানীর বাসায় গিয়ে বাংলাদেশ স্বাস্থ্য সেবা বিভাগের (ডিজিএইচএস) তিন কর্মী করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে নিয়েছেন। পরীক্ষায় নেগেটিভ হলে দুই-তিন দিনের মধ্যে বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন সাকিব।
বাংলাদেশ দলের হয়ে সাকিব সর্বশেষ ম্যাচ খেলেছেন প্রায় এগারো মাস আগে। আইসিসির নিষেধাজ্ঞার আগে কেমন ফর্মে ছিলেন, সেটা তাঁর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচের স্কোরকার্ড দেখলেই মনে পড়বে। গত সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ছিলেন সাকিবই। তার আগে ইংল্যান্ড বিশ্বকাপে সাকিব রান করেন ৬০৬, উইকেট নেন ১১টি।
Posted ১০:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin