নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে বালুবাহী বলগেট নৌকার ধাক্কায় যাত্রীবাহী ট্রলারের নিখোঁজ ১০ জন যাত্রীর মরদেহ উদ্ধারের পর নতুন করে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে ধর্মপাশার এলাকার হলদিল বিল থেকে ভাসমান এ দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
উদ্ধার হওয়া দুজন হলেন, ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার ইনাথনগর গ্রামের হান্নান মিয়ার ছেলে রতন মিয়া (৪০) ও একই এলাকার আব্দুল ওয়াহাবের শিশু কন্যা মনিরা আক্তার (৫)।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।
এসব তথ্য নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, নতুন দুজন নিয়ে এ পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, গেল বুধবার সকালে উপজেলা বড়খাপন ইউনিয়নের রাজনগর এলাকায় গুমাই নদীতে বালুবাহী বলগেট নৌকার ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবিতে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং আটজনকে জীবিত উদ্ধার করা হয়।
Posted ১০:২৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin