নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ঋণের দায়ে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতের নাম মাইন উদ্দিন (৩২)। তিনি উপজেলার চরহাজারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নতুনবাড়ির শহীদ উল্যাহর ছেলে।
নিহতের পরিবার সূত্র জানায়, মাইন উদ্দিনের প্রায় ছয় লাখ টাকা দেনা ছিল। এসব বিষয় নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
মঙ্গলবার বিকাল পৌনে ৩টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করে বসতঘরে ছটফট করছিলেন। পরে পরিবারের সদস্যরা মাইন উদ্দিনকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে নিহতের বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের রিপোর্টের আলোকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Posted ৪:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ০২ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin