টাঙ্গাইলের বাসাইলে নৌকা ডুবে একই পরিবারের দুইজন সহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার গিলাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া এ তথ্যটি নিশ্চিত করেছেন। এরই মধ্যে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), একই এলাকার আতা মিয়ার ছেলের বউ (৩২), সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম (২৫)।
টাংগাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে ডুবুরি পাঠানো হয়।’
ইউপি সদস্য রুবেল মিয়া বলেন, ‘নৌকাটি যাত্রী নিয়ে সখিপুর উপজেলার দাঁড়িয়াপুর থেকে বাসাইল উপজেলার গিলাবাড়ীতে যাচ্ছিল। এ সময় নৌকাটি গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে মাঝি নিয়ন্ত্রণ হারালে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।’
Posted ১:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ জুলাই ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin