যুক্তরাষ্ট্রের আলাবামায় নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে এর দুই পাইলট নিহত হয়েছে।
দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকাল ৫ টার দিকে দুই আসনবিশিষ্ট ওই বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। খবর সিএনএনের।
নৌবাহিনীর মুখপাত্র কমোডর জ্যাচেরি হ্যারেল জানান, প্রশিক্ষণ বিমানটি ফ্লোরিডার বিমানঘাঁটি থেকে উড্ডয়ণের ৯০ মিনিট পর আলাবামায় এসে বিধ্বস্ত হয়।
টি-৬বি মডেলের ওই বিমানটি আলাবামার ফলে এলাকায় বিধ্বস্ত হলে এর দুই পাইলট নিহত হন। তবে এ ঘটনায় স্থানীয় লোকজন হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।
Posted ৯:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin