পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস উত্তরের হিমেল বাতাস ও ঘনকুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলা গরম থাকলেও রাত থেকে সকাল পর্যন্ত থাকছে শীত।
ঠান্ডার কারণে দিনমজুররা ঘর থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছে না। ফলে তারা পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে পড়েছেন।
দ্রুত তারা সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন। শুক্রবার (১১ ডিসেম্বর) ভোরে ঘনকুয়াশা থাকার কারণে পঞ্চগড়ের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, পঞ্চগড়ে তাপমাত্রা ওঠানামা করছে। শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
Posted ৬:২৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin