ফরিদপুরের সদরপুরে পদ্মা-আড়িয়াল খাঁ পয়েন্টে বন্যার পানি গতকাল শনিবার ৭ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১০৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা নিয়ন্ত্রন বাধ হুমকির মুখে পড়েছে।
ফলে গত ২৪ ঘন্টায় আকোটেরচর ও ঢেউখালী ইউনিয়নে নতুন নতুন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে।
এছাড়াও চরাঞ্চলের ৩টি ইউনিয়ন প্রায় ৫ হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। এলাকার নলক‚প ডুবে যাওয়ার কারণে বিশুদ্ধ পানির পাশাপাশি গো খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। বন্যায় বোনা আউশ, আমন ধান, আমন বীজ তলা,শাকসবজীর মাঠ তলিয়ে গেছে।
বন্যা কবলিত পরিবারগুলো নিরাপাদ আশ্রয়ের জন্য গরু-ছাগল নিয়ে স্কুল, উচুরাস্তায় ও বন্যানিয়ন্ত্রণ বাঁধের উপর আশ্রয় নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার জানান গতকাল শনিবার পর্যন্ত ৩টি ইউনিয়নের প্রায় ১ হাজার পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল ও শুকনো খাবার বিতরন করেছি।
Posted ৫:৪১ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin