পরীক্ষা কম করলে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যাও কম হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (২ আগস্ট) এক টুইটার বার্তায় তিনি এ মন্তব্য করেন।
টুইটারে ট্রাম্প বলেছেন, আমাদের আরও আক্রান্ত রয়েছে। কারণ আমরা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি পরীক্ষা করছি। এরমধ্যে আমরা ৬০ লাখের মতো মানুষের করোনা পরীক্ষা করেছি। আমরা যদি পরীক্ষা কম করি, তাহলে আক্রান্তের সংখ্যাও কমে আসবে। ইতালি, ফ্রান্স ও স্পেন কিভাবে কমালো? আমাদের বেশির ভাগ গভর্নর কঠোর এবং স্মার্টলি কাজ করেছেন। আমরা আবার শক্তিশালী হয়ে ফিরে আসবো।
করোনায় বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রের। করোনা পরিস্থিতি নিয়ে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। তবে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ৪৭ লাখ ৬৪ হাজার ৫৮৮ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৯০৫ জন।
Posted ৩:০১ অপরাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin