রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনের প্রার্থিতা যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির দায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. ওয়াজেদ আলীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান।
এছাড়াও আরো দুইজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন- ২নং ওয়ার্ডের প্রার্থী মো. আব্দুল মোতালেব ও ৭নং ওয়ার্ডের খন্দকার ফরিদ হোসেন।
রোববার (০৩ জানুয়ারি ) সকালে পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাংশা পৌরসভার যাচাই বাছাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।
জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি পাংশা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর ৪৪ জন এবং সংরক্ষিত নারী আসনে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
Posted ১:৪৭ অপরাহ্ণ | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin