পাকিস্তানে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে।
শনিবারের এই দুর্ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।
পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন জানায়, বাসটি হায়দরাবাদ থেকে করাচি যাওয়ার পথে নুরিয়াবাদের কাছে দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, বেশি গতি থাকার কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি উল্টে যায় কিন্তু তার আগেই বিস্ফোরণে বাসটিতে আগুন ধরে গিয়েছিল।
বাসটি উল্টে যাওয়ার কারণে অনেকেই বেরিয়ে আসতে পারেননি। স্থানীয়দের তত্পরতায় কয়েক জনকে উদ্ধার করা সম্ভব হয়।
যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।
Posted ৬:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin