দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা ফাতেমা বেগম (৩০) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে রেল থানা পুলিশ। সোমবার বিকেলে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথ হলদীবাড়ী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পার্বতীপুর রেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। ফাতেমা উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া গ্রামের মাহফুজুর রহমানের মেয়ে।
সোমবার দুপুরে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথে হলদীবাড়ী নামক স্থানে গলা থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা মহিলার লাশ দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে যে, চলন্ত কোন ট্রেনে কেটে তার মৃত্যু হয়েছে। তার পরনে লাল পায়জামা ও গায়ে গরম কাপড় ছিল।
এব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আবদুস সাত্তার জানিয়েছেন, মহিলা মানসিক রোগাক্রান্ত ছিল এবং সোমবার সকালে সবার অজান্তে বাবার বাড়ী থেকে বেড়িয়ে যায়।
Posted ১:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin