শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস শনাক্তকরণ ল্যাব ও পিসিআর মেশিনে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। দু’দিন ধরে এ ল্যাবে নমুনা পরীক্ষার কার্যক্রম বন্ধ রয়েছে।
সোমবার বিকেলে পিসিআর মেশিনে করোনা পরীক্ষার জন্য ১২৩টি নমুনা দেওয়া হয়। এতে ১১৫টি পজিটিভ ও ৮টি নেগেটিভ ফল আসে। অস্বাভাবিক এ ফলের কারণে ল্যাবের যন্ত্রপাতি নিয়ে কর্তৃপক্ষের সন্দেহ হয়। সংগ্রহ করা নমুনাগুলো পরীক্ষার জন্য পুনরায় ঢাকায় পাঠানো হয়।
বুধবার বিকেলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. এস কে সাইফুল আলম বলেন, পিসিআর ল্যাব ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার থেকে নমুনা পরীক্ষার কাজ বন্ধ রাখা হয়েছে।
তবে সাভিল সার্জন অফিসের মাধ্যমে নমুনা সংগ্রহ করে সেগুলো শনাক্তকরণের জন্য ঢাকায় পাঠানোর কার্যক্রম অব্যাহত রয়েছে।
Posted ৪:৩০ অপরাহ্ণ | বুধবার, ০৪ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin