রংপুরের পীরগাছায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সাজাপ্রাপ্ত সবুজ মিয়া (৩২) উপজেলার কান্দি ইউনিয়নের তালুক কান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল তালুক কান্দি গ্রাম থেকে সবুজ মিয়াকে গ্রেপ্তার করে। সবুজ মিয়া দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার প্রথম স্ত্রীর করা মামলার রায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, ‘সাজাপ্রাপ্ত পলাতক আসামি সবুজকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
Posted ২:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin