শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জন্য পুঁজিবাজারকেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সাভারের আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বৃহস্পতিবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এর ব্যবস্থাপনা পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামান বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড পুঁজিবাজারের জন্য মূলত ট্রেডিং প্ল্যাটফর্ম প্রদানের মাধ্যমে ট্রেডিং প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। এর পাশাপাশি ডিএসই বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও গবেষণাধর্মী কাজও করে থাকে। ডিএসই আগামীতে আর্মি ইন্সটিটিউট অব বিজনেস স্টাডিজের সঙ্গে এবিষয়ে কাজ করবে। আপনারা আগামী দিনের ভবিষ্যত। পুঁজিবাজারে গবেষণা ও পরামর্শদাতা হিসেবে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে।
কর্মশালায় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামান, ডিএসইর উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান, আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিজি মেজর জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান (অব.) প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ২:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
dailymatrivumi.com | Mohammad Salahuddin