আর মাত্র কয়েকটা দিন। তারপর মিরপুরে মাঠে গড়াবে বাংলাদেশ ও আফগানিস্তান টেস্ট ম্যাচ। এর মধ্যে অস্বস্তিতে বাংলাদেশ দল। ব্যাক পেইনের পুরোনো ব্যথায় ভুগছেন ওপেনার তামিম ইকবাল। ব্যথার কারণে অনুশীলন করতে পারছেন না বাঁহাতি এই ওপেনার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের চিকিৎসা চলছে, এখনো ব্যথা আছে তার।
শুক্রবার (৯ জুন) বিকেলে গণমাধ্যমকে দেবাশীষ বলেন, ‘তামিমের একটা ব্যাক প্রবলেম আছে। এটা আগের, নতুন কিছু না। মাঝে মাঝে ব্যথা করে, আবার ঠিক হয়। ওভাবেই আছে আর কি এখনো। আজকেও তামিমকে পর্যবেক্ষণ করা হয়েছে। এখনো ব্যাথা আছে।’
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪ জুন আফগানিস্তনের মুখোমুখি হবে বাংলাদেশ। এখনো হাতে কয়েকটা দিন সময় আছে। দেবাশীষ বলেন, ‘এখনো চার-পাঁচদিন সময় আছে। চিকিৎসা চলছে। এখনো ফাইনাল মন্তব্য করার সময় আসেনি। সমস্যা হচ্ছে, আমরা দেখছি। মেডিকেল টিম কাজ করছে। দেখা যাক কি হয়।’
Posted ৭:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জুন ২০২৩
dailymatrivumi.com | Mohammad Salahuddin