চুয়াডাঙ্গার জীবননগরে পেয়ারা খেয়ে সর্বস্ব খুইয়েছেন তিন ছাগল ব্যবসায়ী।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগরের উথলী বাস স্ট্যান্ডমোড়ে পেয়ারার সঙ্গে চেতনানাশক খাইয়ে তাদের কাছ থেকে লুট করা হয়েছে দেড় লাখ টাকা। ওই তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উথলী বাস স্ট্যান্ডমোড় বাজার কমিটির সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহমদ প্রদীপ জানান, বেলা সাড়ে ১১টার দিকে শিয়ালমারী পশু হাট থেকে ছাগল কিনতে কালিগঞ্জ থেকে বাসে উঠেন তিন ছাগল ব্যবসায়ী অপূর্ব (৪০), জয়দেব (৩৬) এবং লক্ষ্মণ সেন (২৮)। বাসে উঠার পর অজ্ঞান পার্টির সদস্যরা পেয়ারার সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাদেরকে খাওয়ানোর কিছুক্ষণ পর তারা অচেতন হয়ে পড়েন। এরপর ওই তিন ছাগল ব্যবসায়ীর কাছে থাকা দেড় লাখ টাকা নিয়ে সটকে যান তারা।
পরবর্তীতে বাসের পরিচালক অচেতন ওই তিনজনকে উথলী বাসস্ট্যান্ডে নামিয়ে দেন। স্থানীয়রা তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর পর শার্টের পকেটে থাকা মোবাইল নম্বর দেখে বাড়িতে খবর দেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উথলী ইউপির চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ।
Posted ১:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin