কক্সবাজার সদর উপজেলার পোকখালীতে নদীর পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ ইউনিয়নের উত্তর পাড়ার বাড়ীর পাশে ঈদগাঁও নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। জানা যায়, বৃহ¯পতিবার (১০ ডিসেম্বর) বিকালের দিকে ইউনিয়নের মধ্যম পোকখালী উত্তর পাড়া এলাকায় সাঁকো দিয়ে নদী পারাপার হওয়ার সময় নদীতে পড়ে যায়। নিহত শিশু মোঃ আবির(৮) সে ওই গ্রামের হারুন সওদাগরের বড় ছেলে। এলাকাবাসীদের মতে, পরিবারের লোকজনের অজাšÍে সে ঈদগাঁও নদীতে গোসল করতে গিয়ে সাঁকো থেকে পড়ে পানিতে ডুবে যায়।। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর একপর্যায়ে তাকে শুক্রবার মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উত্তর পাড়া জামে মসজিদ মাঠে জানাযা শেষে দাফন করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিশুর পিতা মোঃ হারুন। তার অকালে মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায় বিরাজ করছে।
Posted ৩:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin