ইংল্যান্ডের ডনকাস্টারে নিজেদের পোষা কুকুরের আক্রমণে ১২ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর প্রতি যত্নে অবহেলার কারণে বাবা-মাকে আটক করেছে পুলিশ। উভয়ই জামিনে বের হয়ে আসলেও তারা নিজেদের অপরাধী মনে করছেন।
শিশুপুত্রকে হারিয়ে নিজেদের ফেসবুকে ১১ দিন বয়সী শিশুর ছবি প্রকাশ করে বেদনার কথা তুলে ধরেছেন তারা।
দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে দ্রুত সেখানে ইর্মাজেন্সি সার্ভিস পৌঁছায়। কুকুরটি শিশুকে কামড় দেয়ায় সে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নেয়া হলেও তার মৃত্যু হয়।
দায়িত্বে অবহেলার কারণে ৩৫ বছর বয়সী পুরুষ ও ২৭ বছর বয়সী নারীকে আটক করে পুলিশ। তাদের আরও তিনজন সন্তান রয়েছে।
প্রতিবেশিরা জানিয়েছেন, পোষা কুকুরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কুকুরটি খুবই শক্তিশালী। ভ্যানে তুলতে পুলিশকে বেগ পেতে হয়েছে।
Posted ১২:০০ অপরাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin