অসংখ্য প্রতারণা, চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন মামলার আসামি, ভুয়া সাংবাদিক ও মাদক কারবারি প্রতারক সিকদার লিটনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শনিবার বেলা ১২ টায় ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রতারক সিকদার লিটনকে গ্রেফতার করায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সিকদার লিটনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
সভায় সভাপতিত্ব করেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন ও পরিচালনা করেন, সাধারণ সম্পাদক আলমগীর কবীর।
এতে সেকেন্দার আলম, সৈয়দ আমিনুর রহমান,
গোলাম আজম মনির, কবীর হোসেন, শাহারিয়ার হোসেন, আবুল বাশার, কামরুল ইসলাম, লায়েকুজ্জামান, কামরুল হক ভূইয়া, তাজমিনুর রহমান তুহিন, সৈয়েদা নাজনীন, মুজাহিদুল ইসলাম নাঈম, শাহীনুর রহমান, ইকবাল হোসেন, মিয়া রাকিবুল, দুলাল হোসেন, আরিফুজ্জামান চাকলাদারসহ আলফাডাঙ্গায় কর্মরত ২২ জন গণমাধ্যমকর্মী অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, সোমবার (১৯ অক্টোবর) ভোররাতে ভাঙ্গা উপজেলা সদরে থানার সন্নিকটে একটি ভাড়া বাসা থেকে সিকদার লিটনকে গ্রেপ্তার করে ফরিদপুর র্যাব-৮। পরে ডিজিটাল অ্যাক্ট আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার লিটন শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় সিআইডির নিকট হস্তান্তর করা হয়। পরে প্রতারক সিকদার লিটনকে আদালতে তোলা হলে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রতারক সিকদার লিটন সাংবাদিক পরিচয় দিয়ে নানা ধরনের প্রতারণার পাশাপাশি সাইবার অপরাধের সঙ্গেও জড়িত ছিলো। তার বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজি মামলার চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন আত্মগোপনে ছিলো।
ফরিদপুর, খুলনা ও পাবনা জেলায় চাঁদাবাজি, প্রতারণা ও প্রাণনাশের হুমকি, সাইবার অপরাধসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে সিকদার লিটনের বিরুদ্ধে। ফেসবুকে বিভিন্ন ব্যক্তির নামে অপপ্রচার করে ব্ল্যাকমেইলিং এবং গ্রামের সহজসরল অনেক মানুষের সঙ্গে সরাসরি প্রতারণার অভিযোগে ডিজিটাল অ্যাক্ট আইনে দায়েরকৃত মামলার আসামি তিনি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে দুই ডজনের বেশি সাধারণ ডায়েরি রয়েছে।
Posted ৯:১০ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin