নারায়ণগঞ্জের ফতুল্লায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অপরাধে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে বক্তাবলীর গোপালনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম ইমতিয়াজ হোসেন ইমু। তিনি ওই এলাকার আজহার মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গ্রেপ্তার ইমু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়। বিষয়টি নজরে আসার পর আওয়ামী লীগ নেতা মোবারক শেখ বাদী হয়ে ফতুল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সেই মামলায় গতকাল রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
Posted ১০:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin