মানিকগঞ্জের সিংগাইরে একটি স্কুলের প্রধান শিক্ষক মো: আমিনুর রহমানকে লাঞ্ছিত করে স্কুল থেকে বের করে দিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার (১ জানুয়ারি) উপজেলার বলধারা ইউনিয়নের গোলাইডাংগা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুর রহমানকে স্কুলের অর্থ আত্মসাৎ, নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগে কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেন। এরপর শুক্রবার বই বিতরণের দিন ওই শিক্ষক কর্মস্থলে আসলে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীর বাধার মুখে পড়েন। এক পর্যায়ে তারা প্রধান শিক্ষককে স্কুলের আঙ্গিনা থেকে বের করে অন্যত্র নিয়ে গিয়ে আটক করে রাখেন। এ সময় স্থানী চেয়ারম্যান খবর পেয়ে এসে তাকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মীমাংসার কথা বলে তাকে ছেড়ে দেয়।
প্রধান শিক্ষক মো: আমিনুর রহমান জানান, বই বিতরণের সময় পূর্ব শত্রুতার জের ধরে ইমনসহ কয়েকজন আমাকে স্কুল থেকে অন্যত্র নিয়ে যায় এবং লাঞ্ছিত করে। এসময় স্থানীয় চেয়ারম্যান আব্দুল মাজেদ খান আমাকে উদ্ধার করেন।
চেয়ারম্যান আব্দুল মাজেদ খান জানায়, শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলে ঢুকতে দিচ্ছেন না এই খবর শোনে আমি সেখান যাই। সেখান থেকে আমিনুরকে উদ্ধার করি মীমাংসার কথা বলে। এখন আর কিছু বলতে পারছি না। তবে তার বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের নানা অভিযোগের কথা শুনেছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিরাজ-উদ-দৌল্লাহ জানান, সাতজন সহকারী শিক্ষক নিয়ে তিনি বই বিতরণ করছিলেন। এ সময় ১০ থেকে ১২ জন সাবেক শিক্ষার্থী ওই শিক্ষককে আক্রমণ করেন।
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বার বার মোবাইল ফোনে ফোন দিয়েও পাওয়া যায়নি।
Posted ৭:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin