রাওয়ালপিন্ডিতে সিরিজের ২য় টেস্টের ২য় দিনশেষে দক্ষিণ আফ্রিকার চেয়ে ১৬৬ রানে এগিয়ে আছে পাকিস্তান।
নিজেদের ১ম ইনিংসে ২৭২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। এরপর ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করেছে প্রোটিয়ারা।
আগের দিনের ৩ উইকেটে ১৪৫ রান নিয়ে ব্যাট করতে নেমে এদিন শুরুতেই বিপদে পড়ে পাকরা। দিনের মাত্র দ্বিতীয় বলেই ফিরে যান অধিনায়ক বাবর আজম। তার সংগ্রহ ৭৭ রান।
আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান ফাওয়াদ আলমও এগোতে পারেননি বেশিদূর। ৪৫ রানে রান আউটের শিকার হয়ে থামতে হয় তাকে।
উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের সংগ্রহ ১৮ রান। দলীয় ২০০ রান পূর্ণ হওয়ার আগেই ৬ উইকেট হারিয়ে বিপদেই পড়ে স্বাগতিকরা।
তবে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদেরকে নিয়ে লড়াই চালিয়ে গেছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি এসেছে তার ব্যাট থেকে। শেষপর্যন্ত অপরাজিত থেকে তিনি করেন ৭৮ রান। হাসান আলী, ইয়াসির শাহরা বড় ইনিংস খেলতে না পারলেও, দীর্ঘসময় উইকেটে থেকে ফাহিমকে সঙ্গ দেন।
পাকিস্তান পায় ২৭২ রানের সংগ্রহ। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৫৬ রানে ৫ উইকেট শিকার করেন পেসার এনরিখ নর্টজে।
এরপর ব্যাট করতে নেমে বিপদেই পড়ে প্রোটিয়ারা। ইনিংসের ৬ষ্ঠ ওভারে পাক পেসার হাসান আলীর পরপর দুই বলে শিকার ডিন এলগার ও ভ্যান ডার ডুসেন।
১৭ রান করে ফাহিম আশরাফের শিকার হন ফাফ ডু প্লেসিও। ক্রিজে সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি এইডেন মার্করাম। তার ব্যাট থেকে এসেছে ৩২ রান।
মাত্র ৮১ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক কুইন্টন ডি কক। সঙ্গী হন টেম্বা বাভুমা। দু’জনে মিলে পার করেছেন ২য় দিন। দিনশেষে দলের সংগ্রহ ৪ উইকেটে ১০৬ রান। ডি কক অপরাজিত ২৪ রানে। আর বাভুমা অপরাজিত ১৫ রানে।
Posted ৪:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ ফেব্রুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin