ফরিদপুরে বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৮ এর সদস্যরা। শনিবার মধ্যরাতে জেলার সদর উপজেলার রঘুনন্দনপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. মুকুল মোল্যাকে আটক করা হয়। এসময় তার বসত ঘর থেকে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও ৪টি সিমকার্ড উদ্ধার করা হয়।
আটকৃত মুকুল মোল্যা রঘুনন্দনপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ডুগরা গ্রামের মৃত আ. লতিফ মোল্যার ছেলে।
ফরিদপুর র্যাব ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক দেবাশীষ কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ অভিযানিক দল মাদক ব্যবসায়ী মো. মুকুল মোল্যার ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় তার কাছ থেকে ৬ হাজার ৫ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Posted ১০:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin