পাবনার ফরিদপুরে গৃহবধূ আদুরি খাতুন (২৫) ও সদরে রিয়াজুল ইসলাম (২০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত আদুরি খাতুন ফরিদপুর থানার রামনগর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে ও শাকিব হোসেনের স্ত্রী। রিয়াজুল সদর উপজেলার আজু প্রামানিকের ছেলে।
বৃহস্পতিবার ভোরে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দাম্পত্য কলহের কারণেই আদুরি আত্মহত্যা করেছে। তার ভাই থানায় খবর দিলে পুলিশ সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
অপরদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মমদ নাসিম রিয়াজুলের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করছেন।
Posted ৬:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin