ফরিদপুরের অম্বিকাপুর রেলস্টেশন প্লাটফর্ম সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় আহম্মদ শেখ নামে এক শ্রবণ প্রতিবন্ধী নিহত হয়েছেন।
সোমবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে রাজবাড়ি এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গা থেকে রাজবাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহম্মদ শেখ স্টেশন সংলগ্ন অম্বিকাপুর বাজারের একটি দোকানে রাত্রি যাপন করতেন।
নিহতের মামাতো ভাই লাল মিয়া বলেন, আহম্মদ শেখ দীর্ঘদিন ধরে আমার এখানে থাকতেন। স্ত্রী ও এক ছেলে থাকলেও কেউ তার খোঁজ নেয় না। তারা তাড়িয়ে দিলে আমার বাড়িতে থেকে রিকশা চালাতো। বয়সের ভারে এখন কানে শুনতে পায় না। তাই তিনি ভিক্ষা করে খান। আমি ঘরের কাজ করছি, বিধায় কিছুদিন ধরে বাজারের একটি দোকানের বারান্দায় থাকতো।
তিনি আরো বলেন, সকালে প্লাটফর্মের শেষ প্রান্তে পা ঝুলিয়ে বসেছিলেন তিনি। ওই সময় ট্রেনের ধাক্কায় মারা যান তিনি।
ফরিদপুর স্টেশন মাস্টার রত্না বৌদ্ধ বলেন, ঘটনাটি রাজবাড়ী রেল পুলিশকে অবগত করা হয়েছে। তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবেন।
Posted ৮:০৫ পূর্বাহ্ণ | সোমবার, ২০ নভেম্বর ২০২৩
dailymatrivumi.com | Mohammad Salahuddin