ফরিদপুরের মধুখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারসহ তিন নিহত হয়েছেন। রোববার (০৭ ফেব্রুয়ারি) ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার বিভিন্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের জেলার মধুখালী উপজেলার বোয়ালিয়ায় স্থানে ট্রাকচাপায় তৌফিক আহমেদ শুভ (২৬) নামে এক টেক্সটাইল ইঞ্জিনিয়ার মারা যান। শুভ রাজধানী ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাড়ি থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে।
বিকেল ৩টার দিকে উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামের আবুল শেখের স্ত্রী ভানু বেগম (৫০) ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ব্রাক্ষণকান্দা বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী হানিফ পরিবহন চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার সরকারি আইনউদ্দিন কলেজের সামনে মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই উপজেলার রায়পুর ইউনিয়নের দীঘলিয়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে তানিয়া (২০) মারা যান। তানিয়া তার দুলাভাইয়ের সাথে মোটরসাইকেলে মধুখালী থেকে বাড়িতে ফিরছিলেন।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব সিকদার বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বোয়ালিয়ায় একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এমন সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। পরে জানতে পেরেছি সে মারা গেছে। নিহত ওই যুবক একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার।
তিনি আরও জানান, এছাড়া বিকেল ৩টার দিকে উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামের আবুল শেখের স্ত্রী ভানু বেগম (৫০) ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ব্রাক্ষণকান্দা বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী হানিফ পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
Posted ৪:১৩ অপরাহ্ণ | রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin