সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় ১২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত একজন পালাতক আসামিকে আটক করেছে সালথা থানা পুলিশ। ১লা আগষ্ট শনিবার দিবাগত রাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের মধ্য ফুলবাড়িয়া থেকে উক্ত আসামীকে আটক করা হয়। আটক কৃত ব্যাক্তির নাম মনির মোল্যা।
সালথা থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহর নেতৃতে এএসআই ইমাজুল ও এএসআই মোবারক হোসেনসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ফুলবাড়িয়া এলাকা থেকে শনিবার রাতে মনির মোল্যাকে আটক করা হয়। আটক কৃত মনির মোল্যা অত্র উপজেলার বল্লভদি ইউনিয়নের মধ্য ফুলবাড়িয়া এলাকার মৃত ওহাব ম্যোল্যা ওরফে টুকু’র ছেলে।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা সাজাপ্রাপ্ত আসামী মনির মোল্যাকে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত মনির মোল্যা নগরকান্দা থানা জিআর নং ০৩/১১ এর পলাতক আসামী। ২
০১১ সালে হত্যার উদ্দেশ্যে জনৈক শাহজাহান মোল্যার ছেলে ও মেয়েকে কুপিয়ে জখম করে। উক্ত ঘটনায় ২০১১ সালে নিয়মিত মামলা রুজু হয়। দীর্ঘ ৯ বছরের বিচার কার্যে সাক্ষী ও প্রমানের ভিত্তিতে ফরিদপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মাসুদ আলীর আদালতে ২০১৯ সালে মামলার রায় ঘোষনা হয়। আটককৃত মনির মোল্যা ঐ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
Posted ৯:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin