সপ্তাহখানেক বাসায় থাকার পর ফের অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। এর আগে গত ১৬ আগস্ট শরীরে জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জায়েদ খান জানান, অসুস্থ অনুভব করলে সোমবার হাসপাতালে ভর্তি হন ফারুক ভাই। তিনি বর্তমানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
এর আগে চিত্রনায়ক ফারুক করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি হন। সে সময় দুদফায় তার করোনা পরীক্ষা করালে তার করোনা পরীক্ষায় নেগিটিভ আসে। বেশ কয়েদিন হাসপাতালে থাকার পর কিছুটা সুস্থ হলে তিনি বাসায় ফেরেন।
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin