ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির মামলায় পিরোজপুরের এক দর্জিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেনের আদালত ওই দর্জিকে সাত বছরের কারাদণ্ডের রায় দেন।
কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। এই জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাভোগের আদেশও দেন আদালত।
সাজা পাওয়া আসামির নাম সুজন দে। এর আগে বৃহস্পতিবার সকালে সুজন দে’কে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগে জানা যায়, সুজন দে’র বাড়ি পিরোজপুর জেলায়। তিনি একটি দর্জি দোকানের কর্মচারী। ২০১৭ সালের ২০ মে তিনি ফেসবুক আইডিতে হজরত মোহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেন, যা ধর্মানুভূতিতে আঘাত হানে।
ওই ঘটনায় রাঙ্গামাটি জেলার লংগদু থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন সেলিম মামলাটি করেন। ২০১৭ সালের ৩০ আগস্ট সুজন দে’র বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
ওই বছরের ২৬ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। মামলায় বিচার চলাকালে বিভিন্ন সময়ে সাতজন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।
Posted ১২:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin